1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর পৌরসভায় টিসিবির পণ্য সংকটের কারণে স্মার্ট কার্ডধারীরা চরম ভোগান্তিতে পড়েছে। টিসিবি মাল না পেয়ে সকাল থেকে অপেক্ষা করে বেলা ২টার দিকে রাজপথ অবরোধ করে রেখেছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর-২৫) কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকার শতশত নারীপুরুষ সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও টিসিবির পণ্য না পেয়ে বেলা ২টার দিকে যশোর টু চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন টিসিবির স্মার্ট কার্ডধারীরা। কার্ড ধারীদের অনেকে বলেছেন, আমাদের কার্ডের মালামাল উপজেলা নিবাহী অফিসার এসে দেওয়ার ব্যবস্থা করবেন, তারপর রাস্তা ছাড়বো। টিসিবির মাল না পেয়ে কার্ডধারীরা কেশবপুর শহরের পুরাতন বাস্ট্যান্ডে সড়ক অবরোধ করলে দু’পাশে যাত্রীবাহিসহ অসংখ্য গাড়ি আটকা পড়ে। সৃষ্টি হয় যানজট।
খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এসময় টিসিবির ফ্যামেলি কার্ডধারীরা অভিযোগ করে বলেন, আমাদের ফ্যামেলি কার্ড থাকা সত্ত্বেও আমরা কেন মালামাল পাবো না। এমন প্রশ্নের জবাবে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তনা মূলক বক্তব্য ও নির্ভরযোগ্য আশ্বাস প্রদান করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করেন।
পৌরসভার টিসিবির ফ্যামেলি কার্ড অনুযায়ী কিছু মালামাল কম আসার কারণে এই ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহে পুনরায় টিসিবির পণ্য আসার পর মাইকিং করে বঞ্চিত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেন কার্ডধারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট