1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধে মাটি কাটা কাজের উদ্বোধন শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করলেন মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা আগরদাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেশবপুর-চুকনগর আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন সরদার আর নেই কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ১৪ডিসেম্বার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা কেশবপুরে বিএনপির উদ্যোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফ ও ছেলে রাসেল কারাগারে

সাতক্ষীরা আগরদাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় আগরদাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব।সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি রেজাউল ইসলাম। তিনি আগরদাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের মূল শক্তি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।রেজাউল ইসলাম আরও বলেন, “আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করতে হলে ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে।” তিনি দ্রুত আগরদাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি সামির শোয়েব তার বক্তব্যে বলেন, তিনি সব সময় স্থানীয় জনগণের পাশে থাকবেন এবং দলীয় আদর্শ ও নীতিতে অবিচল থাকবেন। তার বক্তব্যে তরুণ নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আগরদাড়ী ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু এবং সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক। তাদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও আগরদাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেন। তাদের উপস্থিতিতে কদমতলা বাজার প্রাঙ্গণ ছিল মুখরিত।নেতাকর্মীরা জানান, এই ধরনের কর্মী সমাবেশ তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকতে সহায়ক ভূমিকা রাখবে।সমাবেশ শেষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীরা আশাবাদী, ও স্থানীয় নেতৃত্বের দিকনির্দেশনায় আগরদাড়ী ইউনিয়ন বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট